Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডিএর বোর্ডে ছয় সদস্য নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৯

চট্টগ্রাম ব্যুরো : তিন বছরের ছয়জনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড সদস্য নিয়োগ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এদের চারজনই সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের নিয়োগ এদিন থেকেই কার্যকর হয়েছে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের মেয়াদ।

বিজ্ঞাপন

এবার নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন শাহ, সুচিন্তা বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী, স্থপতি আশিক ইমরান ও প্রকৌশলী মুনির উদ্দিন আহমদ।

এদের মধ্যে আশিক ইমরান ও মো. জসিম উদ্দীন শাহ গতবারও বোর্ড সদস্য ছিলেন। আশিক ইমরান ও মুনির উদ্দিন সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানা গেছে।

বোর্ড সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জিনাত সোহানা চৌধুরী।

সারাবাংলা/আরডি/একে

গণপূর্ত মন্ত্রণালয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর