Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যেই জাতীয় সরকার: রব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৬

আ স ম আবদুর রব | ফাইল ছবি

ঢাকা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকারের অনিবার্যতার ওপর গুরুত্ব আরোপ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘটিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আ.স ম আব্দুর রব উত্তরাস্থ বাসায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিজ্ঞাপন

সভায় আ স ম রব বলেন, ‘আইনের শাসনের অনুপস্থিতি, নির্বাচনহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক বিশ্বে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হয়ে এখন তলানিতে। এই অবস্থা বিদ্যমান থাকলে ভূ-রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হবে।’

রব বলেন, ‘দেশের ভেতরে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতিতে মানুষ কথা বলতে পারছে না। দুর্নীতিতে সারাদেশ আচ্ছন্ন, উন্নয়নের ডামাঢোলে সমাজে প্রতিনিয়ত বেকারত্ব ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। এ সব চলতে দেওয়া যায় না। সরকারকে পদত্যাগে বাধ্য করার ভেতর দিয়েই গণমুখী রাজনীতির বিকাশ ঘটাতে হবে।’

বাঙালির তৃতীয় জাগরণের এ পর্যায়ে দেশ পরিচালনায় সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করলেই জাতীয়তাবাদের বিকাশ সুনিশ্চিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

আ স ম আবদুর রব মানবাধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর