নৌযানের ধাক্কায় ভেঙে গেছে শেখ জামাল সেতুর সুরক্ষা দেয়াল
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২১
পটুয়াখালী: কুয়াকাটা মহাসড়কের হাজীপুর এলাকায় সোনাতলা নদীর উপর নির্মিত শেখ জামাল সেতুর দু’টি গার্ডারে বালুবাহী নৌযানের ধাক্কায় ভেঙে গেছে এর সুরক্ষা দেয়াল (ফান্ডার পাইল)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ওই নৌযানসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড নিজামপুর স্টেশন। এসময় ভেঙে পড়া পাইলের ধাক্কায় নুরুল ইসলাম নামের এক জেলে তার নৌকাসহ পানিতে তলিয়ে যায়। পরে তিনি সাঁতরে ওই নৌযানে ওঠেন।
কোস্টগার্ড জানায়, বালুবোঝাই (৩২ হাজার ৫০০ সিএফটি) এমভি ফাহিম মোল্লা নামের নৌযানটি খাজুরা থেকে পায়রা বন্দর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শেখ জামাল সেতুর গার্ডেরর সুরক্ষা দেয়ালে (ফান্ডার পাইল) আঘাত করে। এতে দুটি গার্ডারের ৮টি পাইল তলিয়ে যায়।
এই নৌযানের মালিক ঢাকার ডেমরার বকুল মোল্লা।
জেলে নুরুল ইসলাম জানান, তার নৌকাসহ ছিপ-বড়শি সব শেষ হয়ে গেছে। এখন ক্ষতিপূরণ না পেলে তাকে পথে বসতে হবে।
বলগেটের সুকানী শফিক বলেন, ‘প্রচণ্ড স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
কোস্টগার্ড নিজামপুরের কমান্ডিং অফিসার মো. হুমায়ুন কাদির জানান, বিষয়টি কলাপাড়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা, পটুয়াখালী সড়ক ও জনপথকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা নেবেন।
সারাবাংলা/এমও