Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা ২ হাজার টাকার জন্য অটো ভ্যানচালককে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:১৩

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে অটো ভ্যানের চালক মহসিনকে হত্যার দায়ে অভিযুক্ত বন্ধু সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ। পাওনা দুই হাজার টাকার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাতে মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মহসিন একই গ্রামের আবু তালেবের ছেলে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, নিহত মহসিন তার বিয়ের সময় বন্ধু সাখাওয়াত হোসেনের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন। সাখাওয়াত হোসেন জিয়া সেই টাকা সুদের ওপর নিয়েছিলেন। পরে মহসিন এক হাজার টাকা পরিশোধ করেন। দুই মাস পেরিয়ে গেলেও তিনি বাকি দুই হাজার টাকা ফেরত দেননি। পরে সমিতির লোকজন সাখাওয়াতকে পাওনা টাকা পরিশোধ করতে চাপ দিতে থাকে।

পুলিশ সুপার মান্নান মিয়া বলেন, এর মধ্যে ছেলে অসুস্থ হয়ে পড়লে সাখাওয়াত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। গত ১৩ জানুয়ারি দুপুরে মহসিনকে ফোন দিয়ে ‘কথা আছে’ বলে অটোভ্যান নিয়ে মহিষবাথান যেতে বলেন তিনি। সন্ধ্যায় মহসিন মহিষবাথান মোড়ে গেলে তাকে পাওনা টাকা নিয়ে কথা শোনান সাখাওয়াত। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা ঢালাইয়ের টুকরো তুলে নিয়ে মহসিনের মাথায় আঘাত করলে মহসিন অচেতন হয়ে পড়েন।

পুলিশ সুপার আরও জানান, অচেতন মহসিনকে ওই স্থান থেকে ২০০ গজ দক্ষিণে একটি হলুদ ক্ষেতে নিয়ে যান সাখাওয়াত। সেখানে তার মাথায় আরও কয়েকবার আঘাত করে মহসিনের মৃত্যু নিশ্চিত করে তিনি অটো ভ্যান নিয়ে পালিয়ে যান। পরদিন ঘুম থেকে উঠে বগুড়ার সান্তাহারে ওই অটো ভ্যান বিক্রি করেন সাখাওয়াত।

বিজ্ঞাপন

এদিকে, সাখাওয়াতকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পওয়া তথ্য অনুযায়ী সান্তাহার থেকে চার্জারের খণ্ড অংশ উদ্ধার করা হয় এবং আলামত নষ্ট করার অভিযোগে প্রদীপ চন্দ্রকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে উপস্থিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

অটো ভ্যানচালককে হত্যা পাওনা টাকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর