২ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা
২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৩১
ঢাকা: সিএম লাইসেন্স ছাড়া এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে উৎপাদন ও বাজারজাতের অপরাধে শাহজাদপুর ডেইরি ও পুষ্টি পণ্য নামের একটি প্রতিষ্ঠানে বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেছেন। এসময় আরও এক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই জানিয়েছে, একই এলাকায় অবস্থিত দই প্লাস নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ে সিএম লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করে দই বিক্রি ও বাজারজাত করার অপরাধে মামলা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের কর্মকর্তা জেব-উন নেছা দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর