Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডারচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৬

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করার সময় দুই গার্ডারের চাপায় হাসান (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসানের সহকর্মী রফিকুল ইসলাম হাসপাতালে গণমাধ্যমকর্মীদের জানান, তারা দীর্ঘদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁ এলাকায় কাজ করে আসছে। হাসান গার্ডার অপারেটর হিসেবে কাজ করতো। বিকেলে তেজগাঁও ডিমের আড়ৎসংলগ্ন নির্মাণাধীন এক্সপ্রেসওয়ের উপরে গার্ডার বসাচ্ছিল। তখন দুটি গার্ডারের মাঝে চাপা পড়ে বুকে গুরুতর আঘাত পায়। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাসানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। থাকতো তেজগাঁও রেললাইনের পাশে। তবে এখনও বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবংলা/এসএসআর/পিটিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ে গার্ডারচাপায় মৃত্যু শ্রমিক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর