‘চাতুর্যপূর্ণ ইসি আইন সরকারের জন্য বুমেরাং হবে’
২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৪৭ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৩
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত সদ্য পাস করা আইনকে ‘চাতুর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এই আইন সরকারের জন্য বুমেরাং হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইউসুফ পিয়াস।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘তাড়াহুড়ো করে ইসি গঠন আইন করে সরকার ভুল পথে পা বাড়িয়েছে। চাতুর্যপূর্ণ ইসি আইন বর্তমান সরকারের জন্য বুমেরাং হবে। বর্তমান সরকার শুধু জনগণের ভোটের অধিকার হরণ করেই ক্ষান্ত হয়নি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।’
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যোগ্য, দক্ষ ও আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। তাই যোগ্য নেতৃত্বের তৈরির জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন বলেন, ‘আজ দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। করোনার খোঁড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পাঁয়তারা চলছে।’
দেশের সব প্রতিষ্ঠান খোলা রেখে কেবল শিক্ষা ক্ষেত্রে বিধিনিষেধে প্রয়োগের নিন্দা জানান এবং অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নগর সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ‘আমরা স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ পরাধীন। সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোনো নাগরিক ও সংগঠনের আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের হল সম্মেলন অবাধে অনুষ্ঠিত হলেও যাত্রাবাড়ির আরভেন কনভেনশন সেন্টারে আমাদের পূর্বনির্ধারিত নগর সম্মেলনে প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছে। এর মাধ্যমে একই দেশে দ্বৈতনীতির বহিঃপ্রকাশ ঘটেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সাব্বির আহমেদ সভাপতি, ইউসুফ পিয়াস সহসভাপতি ও এম জসিম খাঁ সাধারণ সম্পাদক মনোনীত হন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কমিটমেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পরিচালক আমিরুল ইসলাম, নগর পূর্বের সাবেক প্রকাশনা সম্পাদক মির্জা আশিকুল ইসলাম, নগর পূর্বের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক, মাইনুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সালাউদ্দিন সজিব, অর্থ ও কল্যাণ সম্পাদক ইকবাল মাহমুদ, প্রকাশনা ও দফতর সম্পাদক রিদওনুল করীম রিয়াদ, কওমি মাদরাসা সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, আলিয়া মাদরাসা সম্পাদক আব্দুল গফুর, স্কুল কলেজ সম্পাদক রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সাঈদ আবরার, সদস্য নাঈমুল ইসলাম ও আব্দুল কাদের।
সারাবাংলা/এজেড/টিআর