সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৬
২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৬
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আকবর হোসেন (৫০) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আকবর হোসেন (৫০) সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক বলে জানা গেছে।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, ‘সে তার নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।’ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও দাবি করেন তিনি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজনের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।’
সারাবাংলা/পিটিএম