Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে রফতানি আয় বেড়েছে ৪০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৮

প্রতীকী ছবি

ঢাকা: করোনার মধ্যেও সবশেষ জানুয়ারি মাসে ৪৮৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এই আয় গতবছরের চেয়ে ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি। এদিকে, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ২ হাজার ৯৫৪ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এই আয় গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৩০ দশমিক ৩৪ শতাংশ বেশি ও লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি।

বুধবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইপিবির তথ্য বলছে, অর্থবছরের প্রথম ৭ মাসে ২ হাজার ৩৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এ আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেশি ও লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ দশমিক ৭২ শতাংশ বেশি। তৈরি পোশাক খাতের নিটওয়্যারে প্রবৃদ্ধি ৩২ দশমিক ৮৯ শতাংশ, ওভেনে ২৭ দশমিক ২৩ ও হোম টেক্সটাইলে ৩০ দশমিক ১ শতাংশ।

এদিকে, অর্থবছরের প্রথম সাত মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে রফতানি আয় এসেছে ৭৪ কোটি ৮৯ লাখ ডলার। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ৬৩ শতাংশ বেশি। পাট ও পাটজাত পণ্যে প্রথম সাত মাসে ৯ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জানুয়ারি রফতানি আয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর