Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সমঝোতা সই

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ২০:২০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩৩

ঢাকা: বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ‌্য দিয়ে আর্থ অবজারভেটরি ক‌্যাটাগরির এই স‌্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হলো।

বুধবার (২ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম‌্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেন্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি এবং অনলাইনে রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ও গ্লাভ কসমসের মহাপরিচালক দিমিত্রি লস্কুতব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভজি যুগে প্রবেশ করেছে। আমরা তৃতীয় সাবমেরিন ক‌্যাবল সংযোগ স্থাপনে এরই মধ‌্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি, যা বাস্তবায়নের কাজও শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের তৃতীয় অঙ্গীকার ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে সমঝোতা স্মারক সইয়ে এই দিনটিকে জাতীয় জীবনে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বঙ্গবন্ধু স‌্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ নিউজ ড. শাহজাহান মাহমুদ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ মোস্তাফা জব্বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর