Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহাগ নামধারী সেই হোসেন ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৫৫

ঢাকা: জালিয়াতির মাধ্যমে অন্যের রূপ ধারণ করে প্রতারণার অভিযোগে কোতয়ালি থানায় দায়ের করা মামলায় বড় সোহাগ নামধারী হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহাগকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, ২০১০ সালের ২৬ নভেম্বর রাজধানীর কদমতলী এলাকায় হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বড় সোহাগসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২০১০ সালে গ্রেফতার হন বড় সোহাগ। ২০১৪ সালে জামিনে গিয়ে পলাতক হন তিনি। ২০১৭ সালে বড় সোহাগসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪।

এদিকে, ২০১৮ সালে হোসেন নামে এক ব্যক্তিকে নিজেকে বড় সোহাগ পরিচয় দিয়ে আদালতে আত্মসমর্পণ করেন। আদাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সম্প্রতি প্রকৃত অপরাধী বড় সোহাগ ওরফে হোসেন র‌্যাবের হাতে গ্রেফতার হয়। এরপর আদালতের নির্দেশে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলাটি করা হয়।

সারাবাংলা/এআই/পিটিএম

রিমান্ড সোহাগ হোসেন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর