ঢাবির একাত্তর হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৩
২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৭
ঢাকা: অসুস্থ এক শিক্ষার্থীকে ‘গেস্টরুমে’ ডেকে নিয়ে নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের তিন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এই তিন শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য জাহিদুল ইসলাম সানা।
বহিষ্কৃতরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের মো. ইয়ামিন ইসলাম। এদের সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।
এর আগে, গত ২৬ জানুয়ারি বিজয় একাত্তর হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২০২১ সেশনের এক শিক্ষার্থী আকতারুল ইসলামকে ছাত্রলীগের কথিত গেস্টরুমে যথাসময়ে উপস্থিত হতে না পারায় নির্যাতন করেন ২০১৯-২০২০ সেশনের কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় সেদিন মধ্যরাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।
সারাবাংলা/আরআইআর/পিটিএম