Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসতবা‌ড়ি‌র আগুনে প্রাণ গেল ২ যুব‌কের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫৭

ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পুলিশ, ছবি: সারাবাংলা

বান্দরবান: জেলার আলীকদ‌ম উপজেলায় বসতবা‌ড়ি‌তে আগুন লে‌গে দুইজন যুব‌কের মৃত‌্যু হয়ে‌ছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি গুরুত্বর আহত হ‌য়ে‌ছেন।

আলীকদ‌মের লাংড়ি মুরুং পাড়ায় গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার সময় এ ঘটনা ঘ‌টে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. না‌সির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুই যুবক হ‌লেন— লাংড়ি ম্রো পাড়ার ধনরই ম্রো কারবারীর ছে‌লে রেংনং ম্রো (৩৬) ও মার ম্রো’র ছে‌লে রিংরাও ম্রো (৩২)। আর আহত ব্যক্তি হলেন লাং‌ড়ি পাড়ার ওয়াইমাই ম্রো’র ছে‌লে মেনরাই ম্রো (৪২)।

স্থানীয়রা জানায়, আলীকদ‌ম সদর ইউনিয়‌নের ৭নং ওয়ার্ডের লাং‌ড়ি মুরুং পাড়ায় তিনজন মদ পান ক‌রে অচেতন অবস্থায় ঘুমিয়ে প‌ড়েন। এ সময় ঘ‌রে থাকা বা‌তি থে‌কে আগুন লে‌গে ঘর‌টি পু‌ড়ে গে‌লে ওই দুই যুবক পু‌ড়ে মারা যান। অপর জন‌কে আহত অবস্থায় উদ্ধার ক‌রে স্থানীয়রা আলীকদম স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে সেখা‌নের চি‌কিৎসক তা‌কে চট্টগ্রাম মে‌ডিকেলে পাঠান।

এ বিষয়ে ওসি মো. না‌সির উদ্দিন সরকার ব‌লেন, খবর পাওয়ার পর ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছি। কিন্তু লাশ দু‌টো বে‌শি পু‌ড়ে যাওয়ায় আনা সম্ভব হয়‌নি। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত‌্যু মামলা হ‌বে।

সারাবাংলা/এনএস

দুইজন যুব‌কের মৃত‌্যু বসতবা‌ড়ি‌তে আগুন বান্দরবান

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর