রাবি শিক্ষার্থীর নিহতের ঘটনায় ট্রাক চালক আটক
রাবি করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪০
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪০
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ট্রাকচালক টিটুকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল। তিনি বলেন, শিক্ষার্থীকে যে ট্রাক ড্রাইভার চাপা দিয়েছে তাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আটক মো. টিটু কাশিয়াডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের ছেলে।
এদিকে ক্যাম্পাসে নিহত শিক্ষার্থী হিমেলের জানাজা শেষে লাশ নাটোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
সারাবাংলা/এএম