Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৯

ছবি: সারাবাংলা

জামালপুর: জেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন কুমার কুণ্ডু (৩৫)। তিনি একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় কর্মকর্তা ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।

পুলিশ জানায়, বুধবার সকালে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার পথে রাজীব কোম্পারির একটি বাস জামালপুর সদর উপজেলার নান্দিনা খড়খড়িয়া অতিক্রমকালে বিপরিত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সুমন কুমার কুণ্ডু ঘটনাস্থলেই মারা যান।

এ সময় গুরুতর আহত হন আরও তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

সারাবাংলা/এনএস

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ যুবক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর