Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকদের কান্নায় ভাসলো শহিদ মিনার

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১২:১১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৫

ঢাকা: প্রায় ১৯ মাস বেতন পাননি কারিগরি শিক্ষা অধিদফতরের (ডিটিই) স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত ৭৭৭ জন শিক্ষক। বেতনের দাবিতে সেইসব শিক্ষকরা মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে অবস্থান নিয়েছেন রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে। বাপ-মা, সন্তানদের মুখে খাবার তুলে দিতে ব্যর্থ এসব শিক্ষকদের কান্নায় ভারী হয়ে উঠেছে শহিদ মিনার প্রাঙ্গণ।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া দেওয়ান শামসুজ্জোহা শাহিন নামে এক শিক্ষক কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘শহিদ মিনারে সারারাত জেগে আছি। আমার সন্তান না খেয়ে আছে। আমি প্রধানমন্ত্রীকে বলি, মাগো আপনার অনুশাসন বাস্তবায়ন করুন। আমরা অনাহারে না খেয়ে মরছি। আমাদের ১৯ মাসের বেতন বাকি।’ এ সময় প্লেট হাতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বেতন ভিক্ষা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

সন্তান কোলে অবস্থান কর্মসূচিতে আসা একজন নারী শিক্ষক বলেন, আমি একজন শিক্ষক। অথচ আমি আমার সন্তানের জন্য দুধ কিনতে পারছি না। আমাদের ঘরে চাল নেই, তেল নেই, লবণ নেই। আমরা বেতন না নিয়ে রাজপথ ছাড়ব না।

এসব শিক্ষকরা বাড়ি থেকে লেপতোষক নিয়ে এসে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তীব্র শীতের মধ্যে সারারাত কাটিয়েছেন শহিদ মিনারে।

সংগঠনের সভাপতি মো. সুমন হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, কেনিক আইডিবির সাধারণ সম্পাদক শামসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী, কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. গোলাম রহমান প্রমুখ। এছাড়া কর্মসূচিতে অন্তত ৪০ জন পলিটেকনিক শিক্ষক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘ডিটিই’ প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত চালু ছিল। কিন্তু ওই প্রকল্পটি শেষ হওয়ার দিন প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসনের আলোকে স্টেপ প্রকল্পে নিযুক্ত ৭৮৬ জন শিক্ষককে সাময়িকভাবে বহালরেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

২০১৯ সালের ১৪ জুলাই শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ওই ৭৮৬ জন শিক্ষকের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করে। প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে স্টেপ প্রকল্পের অধীনে নিযুক্ত বর্তমানে কর্মরত ৭৭৭ জন শিক্ষক গত ১৯ মাস ধরে কোন বেতন-ভাতা পাচ্ছেন না। এই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা।

চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন প্রকল্পের আওতাধীন কর্মরত শিক্ষকরা। এছাড়াও শিক্ষকরা ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধেরও দাবি জানান।

সারাবাংলা/এএম

১৯ মাসের বেতন কারিগরি শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর