Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাপাড়ায় বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ১২:০৪

কুয়াকাটা: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় যমুনা লাইন নামে একটি বাসের চাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বায়জীদ (১৪) ও সেলিম তালুকদার (৪৭)। নিহত বায়দিজ নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে ও সেলিম একই এলাকার তানজের তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে ইজিবাইকটি পাঁচজন মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকে আসছিলেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক।

সারাবাংলা/এএম

কলাপাড়া উপজেলা টপ নিউজ পটুয়াখালী বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর