ফের সপরিবারে করোনায় আক্রান্ত মেয়র আতিকুল
২ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৮
ঢাকা: দ্বিতীয়বারের মতো সপরিবারে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করালে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সেই পরীক্ষার ফল পাওয়া যায়। ডিএনসিসি’র জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি মেয়র এই মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শে প্রয়োজনে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়র আতিকুল ইসলাম নিজের ও পরিবারের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে সবাকেই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানিয়েছেন ডিএনসিসি মেয়র।
এর আগে, মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকেও সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে হয়েছিলেন।
ফাইল ছবি
সারাবাংলা/এসবি/টিআর
টপ নিউজ ডিএনসিসি মেয়র মেয়র আতিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত