Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ আওয়ামী লীগ নেতাদের খোঁজ নিলেন বিপ্লব বড়ুয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫০

ঢাকা: রাজধানীর বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্টজনদের খোঁজখবর নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নেতাসহ বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের খোঁজখবর নিয়েছেন ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সুচিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমাদের চেনাজানা অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তাদের কয়েকজনের শারীরিক অবস্থার খবর নেওয়ার চেষ্টা করি।’

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস ও খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।

তিনি তার নিজের ফেসবুকেও চিকিৎসাধীন নেতা ও বিশিষ্টজনদের খোঁজখবর নেওয়ার বিষয়টির ছবি আপলোড করেন।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ বিপ্লব বড়ুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর