Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর ভাটারায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ২২:২২

ঢাকা: রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকার একটি বাসায় সেজান (২১) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সেজানের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ আছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।’

সেজানের মৃত্যুর ঘটনায় নুর নাহার নামে এক নারী ও মেয়ে মৌ’কে আটক করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

সেজান দুইদিন আগে বাসা থেকে বেরিয়ে মৌ’দের বাসায় অবস্থান করছিল বলে দাবি করেছেন সেজানের বাবা সাইফুল ইসলাম।

সেজানকে হাসপাতালে নিয়ে আসা মৌ ইসলাম মিম নামের এক তরুণী জানান, সেজানের বাসা কালাচাঁদপুর এলাকায়। সেজান ও সে নিজে বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে। সেই হিসেবে পরিচিত। সেই সূত্রে তাদের বাসায় যাতায়াত ছিল। বেলা ৩টার দিকে সেজান ফোন দিয়ে তাদের বাসায় আসে।

মৌ বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। বিকেলে যখন সেজান আমাদের বাসায় আসে তখন মা বাসায় ছিল না। আমার মায়ের অপেক্ষায় ছিল সেজান। সেজান অন্য একটি রুমে ছিল।’

মৌ এর মা নুর নাহার বলেন, ‘সেজান আমার মেয়ে মৌ এর সঙ্গে কাজ করে। সেই সূত্রে আমাদের বাসায় যাতায়াত ছিল। বেলা ৩টার দিকে সেজান আমাকে ফোনে বলে, বাসায় আসবে ভাত খাবে। বিকেল সোয়া ৪টার দিকে বাসায় এসে দেখি একটি রুমে সেজান ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে। পরে মৌ এর সহায়তায় সেজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

বিজ্ঞাপন

নুর নাহার বলেন, ‘কেন সেজান আমাদের বাসায় এসে এ কাজ করলো বুঝতে পারছি না। বিষয়টি সেজানের পরিবারকেও জানানো হয়েছে।’

সেজানের বাবা সাইফুল ইসলাম বলেন, ‘দুইদিন আগে সেজান বাসা থেকে বের হয়ে মৌ’দের বাসায় ছিল। আজকে জানতে পারি, সেজানকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে সেজানের মৃতদেহ দেখতে পাই। তবে সেজানের মৃত্যুর বিষয়ে আমাদের সন্দেহ আছে।’

সেজানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তিন ভাইয়ের মধ্যে সেজান ছিলেন দ্বিতীয়।

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা মেডিকেল ভাটারা যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর