জানুয়ারি মাসে করোনায় মৃতদের ৭৩ শতাংশই ভ্যাকসিন নেননি
১ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৮
ঢাকা: জানুয়ারি মাসে দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে মারা গেছে ৩২২ জন। এর মাঝে ২৩৪ জন অর্থাৎ ৭২ দশমিক ৬৭ শতাংশ মারা গেছে কোনো ভ্যাকসিন গ্রহণ না করে। ৮৮ জনের মাঝে ৬৮ জন দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলা জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের প্রজ্ঞাপনে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জানুয়ারি মাসে ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করে দুই লাখ ১৩ হাজার ২৯৪ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মাঝে ১৯ হাজার ১১২ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে শেষ ১৮ দিনে দুই লাখ দুই হাজার ৯৪৫ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। সাত লাখ ১৫ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা করে এই সংক্রমণ শনাক্ত হয়।
সারাবাংলা/এসবি/একে