সাতকানিয়ায় নির্বাচনি সংঘাতে প্রাণ গেল এক জনের
১ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২২ ০০:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর এক জনের মৃত্যু হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ চৌধুরী ও নৌকা প্রতীকের নাসির উদ্দিন টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
মৃত আনোয়ার আলী (৫৫) ধর্মপুর ইউনিয়নের কুন্ডকুল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারকে নিজের সমর্থক দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলিবর্ষণ করে। ইটের আঘাতে আনোয়ার মারা গেছেন।
নাসির উদ্দিন টিপুর দাবি, ইলিয়াছ ও তার ভাইয়ের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা গুলিবর্ষণ করে। এর মধ্যে এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় একজনের মৃত্যু হয়েছে। কীভাবে ওই ব্যক্তি মারা গেলেন, সেটি আমরা খতিয়ে দেখছি।’
আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।
সারাবাংলা/আরডি/টিআর