Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রণালয়ের বাজেটের ১০ শতাংশ সফটওয়্যারে বরাদ্দ রাখার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৫

ঢাকা: দেশের সব মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর বার্ষিক বাজেটের ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটিইএস) কেনার জন্য বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বেসিস সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে বেসিসের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বেসিস অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বেসিস ফিনটেক, এডুটেক, হেলথটেক, ই-কমার্সের পাশাপাশি সরকারের প্রায় সব ই-গভর্ন্যান্স প্রকল্প বাস্তবায়নে দেশের অভ্যন্তরে এবং সরকারের ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

তিনি বলেন, মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো অবকাঠামো উন্নয়নে অধিকাংশ ব্যয় করে থাকে। তবে সরকারের ২০৪১ রূপকল্প বাস্তবায়নে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাকে অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই। ফলে বার্ষিক বাজেটের অন্তত ১০ শতাংশ সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা কিনতে বরাদ্দ থাকা এখন সময়ের দাবি।

বেসিস সভাপতি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাত দেশের উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। সম্প্রতি প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছেন। বেসিস এ বিষয়ে একটি সুবিস্তৃত প্রস্তাবনা ও সুপারিশ তৈরি করছে, যা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে দাখিল করা হবে।

বেসিসের তুলে ধরা বিভিন্ন দাবি পরিকল্পনামন্ত্রী গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান। বেসিস নেতাদের বিভিন্ন প্রস্তাব ও দাবি মনোযোগ দিয়ে শুনে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে যৌক্তিক দাবি ও সুপারিশ বাস্তবায়নে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

বিজ্ঞাপন

রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহসভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ও সচিব হাশিম আহম্মদ।

সারাবাংলা/ইএইচটি/টিআর

টপ নিউজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বেসিস সফটওয়্যারে বরাদ্দের দাবি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর