বিমানের পরিত্যক্ত চাকায় ৩ কোটি টাকার সোনা
১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পরিত্যক্ত চাকার ভেতর থেকে প্রায় তিন কোটি টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিমানবন্দরের টারমার্কের পাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়ার্কশপে চাকার ভেতর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব সোনার বার উদ্ধার করে।
বিমানবন্দরে অবস্থানরত শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, জব্দ করা ৪৬টি সোনার বারের ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম। দাম ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা। বারগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি।
বিমানবন্দরে দায়িত্বরত বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান সারাবাংলাকে বলেন, ‘বিমানবন্দরের টারমার্কের পাশে বিমানের ওয়ার্কশপে বিমানের পরিত্যক্ত চাকার ভেতরে সোনার বারগুলো পাওয়া গেছে। চাকাটি অব্যবহৃত কিংবা অতিরিক্ত হিসেবে পড়ে ছিল। সোনার বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
সারাবাংলা/আরডি/টিআর
৩ কোটি টাকার সোনা টপ নিউজ শাহ আমানত আন্তর্জাাতিক বিমানবন্দর সোনার বার উদ্ধার