Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাইওয়ান ইস্যুতে চীন-মার্কিন যুদ্ধ হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৯

তাইওয়ান ইস্যুতে শেষ পর্যন্ত শিনো-মার্কিন যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাংগ। সোমবার (৩১ জানুয়ারি) এনপিআর-রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে চীনা রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে তাইওয়ান যদি বেপরোয়া হয়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা চালায়, তাহলে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তাইওয়ানকে লাগাতার সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এতে আমেরিকার সঙ্গে চীনের উত্তেজনা বাড়ছে।  তাইওয়ান ইস্যুতে তার দেশ একটি শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান কিন গ্যাংগ।

উল্লেখ্য, স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ানকে স্বীকৃতি বা দ্বীপরাষ্ট্রটির সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক সহ্য করে না বেইজিং। এদিকে, তাইওয়ানকে সব রকমের বাণিজ্যিক ও সামরিক আগ্রাসন থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই পরাশক্তির সম্পর্কে প্রায়ই উত্তেজনা ছড়ায়। সম্প্রতি এ উত্তেজনা স্মরণকালের তুঙ্গে বিরাজ করছে।

আরও পড়ুন-

সারাবাংলা/আইই

কিন গ্যাংগ টপ নিউজ তাইওয়ান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর