Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিন পর পতন থেমেছে, ঊর্ধমুখী ধারায় ফিরছে পুঁজিবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৭

ঢাকা: টানা চার দিন পর পুঁজিবাজারে পতন থেমেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনশেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন বাড়লেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কিছুটা কমেছে।

মঙ্গলবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৯টি কোম্পানির ২৮ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৯৬৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইতে এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার ডিএসইতে এক হাজার ২১৫ কোটি ১৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। এদিন ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯৭ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার৪৯৭পয়েন্ট, ডিএসইএ-৩০ সূচক ২৯পয়েন্ট বেড় ২ হাজার ৫৮৮ পয়েন্টে উন্নীত হয়।

মঙ্গলবার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০৬টি কোম্পানির ১ কোটি ৭০ লাখ ৬২ হাজার ১৪৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ৭৩টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে সিএসইতে ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন সোমবার ৫২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। মঙ্গলবার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২২৮ পয়েন্ট বেড়ে ২০হাজার ৫২২ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/আইই

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার টপ নিউজ পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর