Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষিকাকে ধর্ষণের অপরাধে মাদরাসা সুপারের যাবজ্জীবন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২০

চট্টগ্রাম ব্যুরো : বিয়ের আশ্বাস দেখিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের একটি মাদরাসার সুপারিনটেনডেন্টকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ পদমর্যাদার বিচারক মোহাম্মদ জামিউল হায়দার এ রায় দিয়েছেন।

দণ্ডিত মাওলানা নিজাম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা উম্মুল ক্বোরা দাখিল মাদরাসার সাবেক সুপারিনটেনডেন্ট। আসামি বর্তমানে পলাতক আছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিখিল কুমার নাথ সারাবাংলাকে জানান, একই মাদরাসার এক সহকারী শিক্ষিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ২০১৬ সালের ৩ জানুয়ারি নিজ কার্যালয়ে ধর্ষণ করেন নিজাম উদ্দিন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই বছরের ২৬ সেপ্টেম্বর নিজামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে ওই শিক্ষিকা। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি পিবিআই নিজাম উদ্দিনকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর আগে নিজামের ডিএনএ পরীক্ষায় আলামতের সঙ্গে ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। অভিযোগ গঠনের পর ৬ জনের সাক্ষ্য নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আদালত এ রায় দেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ মাদরাসা সুপার যাবজ্জীবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর