Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩০

খাগড়াছড়ি: বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে বৌদ্ধ ভিক্ষুরা মানববন্ধন ও বৌদ্ধ ধর্মালম্বীরা বিক্ষোভ মিছিল করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের কেন্দ্রস্থল শাপলা চত্ত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়। পরে সবাই মিলে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন বৌদ্ধ ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনো ধন সম্পত্তি থাকে না, কারোর সঙ্গে বিরোধে জড়িযে পড়েন না। ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। অথচ তাকে তার বিহারেই সোমবার দিবাগত রাত কুপিয়ে হত্যা করা হয়।’

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এসময় তিনি বিহারে একা ছিলেন। এ হত্যাকাণ্ডে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।

সারাবাংলা/এমও

খাগড়াছড়ি বৌদ্ধ ভিক্ষু হত্যা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর