Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের যুক্তরাষ্ট্র-রাশিয়ার বাগযুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৭

ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষন দিচ্ছে মার্কিন প্রশিক্ষক, ছবি: আলজাজিরা

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বির্তক করেছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কো তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ করতে পারে বলে সতর্কবাণী উচ্চারণ করে ওয়াশিংটন। তবে রাশিয়ার কূটনৈতিকরা সেই দাবিকে নাকচ করেন। খবর আলজাজিরা।

জাতিসংঘে মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এক বিশেষ অধিবেশন চলাকালে নিরাপত্তা পরিষদের এক সভায় বলেন, ইউক্রেনে আগ্রাসনের মধ্যে দিয়ে রাশিয়া বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

বিজ্ঞাপন

ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়ার সম্ভব্য ‘ভয়াবহ’ পরিণতির বিষয়ে সতর্ক করে লিন্ডা থমাস বলেন, ‘সহকর্মীরা, আমরা ইউরোপে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছি তা জরুরি এবং বিপজ্জনক। যা ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য সমান ঝুঁকিপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের সনদের লঙ্ঘন। এর ফল শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তা যেকেউ পরিষ্কারভাবে ধারণা করতে পারে।’

এদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘মস্কোর অস্বীকার করা সত্ত্বেও ইউক্রেনে আক্রমণের পরিকল্পনার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাড়িয়ে বলছেন।’

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না: রাশিয়া

তিনি আরও বলেন, ‘যুদ্ধের হুমকি সংক্রান্ত আলোচনা করাই এক প্রকার উস্কানিমূলক বিষয়। যার জন্য আপনি প্রায় সভা ডাকেন। আসলে আপনি এটা ঘটাতে চান, আপনি এটার জন্য অপেক্ষা করছেন— যেন আপনার কথাগুলোকে বাস্তবে পরিণত করতে চান।’

নেবেনজিয়া আরও বলেন, ‘আমরা ক্রমাগতভাবে এই অভিযোগ প্রত্যাখান করছি। সত্য এই যে চলমান পরিস্থিতিতে রাশিয়ার কোনো রাজনীতিবিদ বা নাগরিক ইউক্রেনে হামলার হুমকি দেয়নি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন সদস্য রাষ্ট্র ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এমন নিশ্চয়তা দাবি করে সামরিক শক্তি প্রদর্শন করছে মস্কো। ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র মনে করছে, রাশিয়া যে কোনো সময় সামরিক হামলা চালাতে পারে। তবে রাশিয়া বরাবরই বলে আসছে, সামরিক হামলা চালানোর কোনো উদ্দেশ্য নেই। যদিও ইউক্রেন সীমান্তে পূর্ণাঙ্গ যুদ্ধের সবরকমের প্রস্তুতি নিয়ে অবস্থান করছে রুশ সামরিক বাহিনী। এছাড়া চলতি সপ্তাহে ভূমধ্যসাগর ও প্রতিবেশী বেলারুশে সামরিক শক্তি বাড়িয়েছে মস্কো—যা ইউক্রেনে হামলার চূড়ান্ত প্রস্তুতি বলে মনে করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর