Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুলতা ওয়ার্ড আ. লীগ নেতার মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৯

নারায়ণগঞ্জ: ভুলতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন চন্দ্র পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতী‌ক)। তপন চন্দ্র পালের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে বস্ত্র ও পাটমন্ত্রী এবং তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী তপন চন্দ্র পালের ভুলতা এলাকার বাসভবনে যান।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতী‌ক) এবং তারাবো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা শোক সন্তপ্ত প‌রিবারের প্রতি সমবেদনা জা‌নান।

বিজ্ঞাপন

এসময় রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতাসহ অনে‌কে।

এর আগে, সোমবার রাত দেড়টায় রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পালের স্বামী তপন চন্দ্র পাল হৃদরোগে আক্রান্ত হয়ে ভুলতা এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬২ বছর।

মঙ্গলবার দুপুরে বা‌লিয়াপাড়া মহাশ্মশানে তপন চন্দ্র পালের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ওয়ার্ড আ. লীগ নেতার মৃত্যু বস্ত্র ও পাটমন্ত্রীর শোক ভুলতা ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর