এক মাছের দাম ১ লাখ ৮০ হাজার টাকা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২২
১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৪৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২২
মোংলা: একটি মাছ বিক্রি হলো ১ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার (১ ফেব্রয়ারি) মোংলা বাজারে মাছটি কেটে বিক্রি করা হয়।
গত রোববার (৩০ জানুয়ারি) ভোরে বঙ্গোপসাগরের দুবলার চরে ১০ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়ে জেলে কুতুব আলীর জালে। পরে মাছটি বাগেরহাটের মোংলা বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমায়।
মোংলা মৎস্য সমিতির সভাপতি মো. আফজাল হোসেন বলেন, ‘শাপলা পাতা মাছটি ৬৪ হাজার টাকায় মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নেন। পরে তা ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন তিনি। ফলে মাছটির মূল্য দাঁড়ালো ১ লাখ ৮০ হাজার টাকা।’
মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘জেলের জালে ধরা পড়া মাছটি শাপলা পাতা মাছ নামে পরিচিত। এটা সামুদ্রিক মাছ। উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।’
সারাবাংলা/এমও