৮০ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া
স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০২
১ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০২
ঢাকা: দুই মাস ১৯ দিন পর বাসা ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার পর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরবেন তিনি।
সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড হাসপাতালের অডিটোরিয়ামে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে জানানো হবে।
উল্লেখ, গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সারাবাংলা/এজেড/এএম