Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন সংকট: কূটনৈতিক সমাধানের আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ১১:৪৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৬:০২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে।

স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বাইডেন বলেন, আমরা সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।

একইসঙ্গে রাশিয়াকে সতর্ক করে মার্কিন প্রেডিডেন্ট বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একইসঙ্গে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি।

সারাবাংলা/এএম

জো বাইডেন টপ নিউজ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর