Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারকে নন-ন্যাটো মিত্রের স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৯

বাম থেকে শেখ তামিম বিন হামাদ আল থানি ও জো বাইডেন, ছবি: আলজাজিরা

কাতারকে নন-ন্যাটো মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে এ পরিকল্পনার কথা জানান। এই পদক্ষেপের ফলে দোহা এবং ওয়াশিংটনের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে। খবর আলজাজিরা।

হোয়াইট হাউসে শেখ তামিমের সঙ্গে সাক্ষাৎকালে জো বাইডেন এ পরিকল্পনার কথা জানান। গতকাল সোমবার (৩১ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাতারকে ‘ভাল বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার’ বলে অভিহিত করেছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জো বাইডেন বলেন, ‘আমাদের সম্পর্কের গুরুত্বে কারণে কাতারকে নন-ন্যাটো মিত্র হিসাবে স্বীকৃতি দেব, যা আমি কংগ্রেসকে অবহিত করছি। আমি মনে করি এটি করতে অনেক দেরি হয়ে গেছে।’

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই বিশেষ মর্যাদা কাতারকে অর্থনৈতিক ও সামরিক সুবিধা দেবে।

এক বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, নন-ন্যাটো মিত্র হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। যেসব দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে সেই সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্বীকৃতি দেওয়া হয়।

এ স্বীকৃতির মধ্যে দিয়ে উপসাগরীয় অঞ্চলের কুয়েতের পরে কাতার হবে দ্বিতীয় দেশ, যেটি যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র সফর করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এমন সময় এই সফর অনুষ্ঠিত হলো যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কাতার নন-ন্যাটো মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর