করোনায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিন মৃত্যু
১ ফেব্রুয়ারি ২০২২ ১১:১৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। একইসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭২৯ জন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫৩০ জন নগরীর এবং ১৯৯ জন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৮৯ জনের। এ হিসেবে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জন নগরীর এবং একজন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যান।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২১ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২০ হাজার ৪৪৩। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৫৮।
সারাবাংলা/আরডি/এমও