Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় শিশির রঞ্জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২২ ১১:১০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২২ ১১:১২

বরিশাল: বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় শিশির রঞ্জন বৈষ্ণব নামে সাবেক এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) নিহত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বিএম কলেজ রোডের শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশির রঞ্জন বৈষ্ণব নগরীর বিএম কলেজ রোড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল শিশির রঞ্জনকে ধাক্কা দেয়। এসময় শিশির রঞ্জন রাস্তায় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ওই মোটরসাইকেলচালক ও পথচারীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।

তবে তার মৃত্যুর পর কিশোর বয়সী ওই মোটরসাইকেল চালক হাসপাতাল থেকে পালিয়ে যায়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

সারাবাংলা/এমও

বরিশাল মোটরসাইকেলের ধাক্কা

বিজ্ঞাপন

ছবির গল্প / টমেটো বাণিজ্য
৯ জানুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর