Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্বন্ধীর ঢিলে ভগ্নিপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ২১:১৩

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলায় সম্বন্ধীর ছোড়া ঢিলে ভগ্নিপতি (বোনের জামাই) নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুনামগঞ্জ শহরের মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। গত রোববার (৩০ জানুয়ারি) বিকালে পারিবারিক কলহের জের ধরে সমন্ধির ছুঁড়া ঢিলে আহত হয়েছিলেন এই ব্যক্তি। নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৫৫)।

পুলিশ জানায়, শহরের খাগুড়া গ্রামের আমির হোসেনের সঙ্গে তার স্ত্রী রেহেনা বেগমের গত রোববার বিকালে ঝগড়া হয়। স্ত্রী এই খবর পাশের বাড়িতে ভাই মোস্তফা মিয়াকে জানায়। একপর্যায়ে দুই পরিবারের লোকজন ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় সম্বন্ধী মোস্তফা মিয়ার ছোড়া ঢিলে আমির হোসেনের মাথায় লাগে। পরে গুরুতর আহত আমির হোসেনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি দেখে রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকালে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো (সোমবার বেলা ৩ টা) থানায় মামলা হয়নি। তবে মোস্তফা মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এনএস

ভগ্নিপতি নিহত সম্বন্ধীর ঢিল সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর