Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদ্রুপে অতীষ্ঠ’ বাবুর্চির হাতে কর্মকর্তা খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৮:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি টাইলস তৈরি ও বিক্রয় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা ছুরিকাঘাতে ‍খুন হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে গ্রেফতার করেছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে নগরীর খুলশী থানার লালখান বাজার চাঁনমারি সড়কের ‘হাইপেরিয়ন’ নামে একটি ভবনের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত এস এম মঈনউদ্দিন তন্ময়ের (৩০) বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তিনি ‘তিলোত্তমা টাইলস’ নামে একটি প্রতিষ্ঠানের চট্টগ্রামের কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা ছিলেন।

খুনের অভিযোগে গ্রেফতার নিহার রিচিলের (৫১) বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ব্যক্তি ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত বাসায় বাবুর্চির কাজ করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, হাইপেরিয়ান ভবনের তৃতীয় তলায় একটি বাসা ভাড়া নিয়ে ছয় কর্মকর্তার থাকার ব্যবস্থা করেছিল তিলোত্তমা টাইলস। নিহার রিচিল ওই প্রতিষ্ঠানের নিযুক্ত বাবুর্চি। তিনিও ওই বাসায় থাকতেন।

সোমবার বিকেলে ওই বাসায় চিৎকার-চেঁচামেচি শুনে ভবনের লোকজন সেখানে জড়ো হন। সেখানে তন্ময়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকজন বাসায় ঢুকে দেখেন, নিহার দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ছোরার বাট। তখন নিহার তাদের জানায় যে, তিনি তন্ময়কে ছুরিকাঘাত করে ‍খুন করেছেন। ছোরা কোথায় জানতে চাইলে নিহারের জবাব- ছোরা পেটের ভেতর রয়ে গেছে। পরে পুলিশ গিয়ে রক্তমাখা ছোরার বাটটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

খুনের কারণ সম্পর্কে নিহারকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি সন্তোষ বলেন, ‘বছরখানেক আগে নিহারের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। সেই ঘটনা নিয়ে নিহারকে বিদ্রুপ করত তন্ময়। সম্প্রতি বান্দরবানের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর সঙ্গে নিহারের সম্পর্ক হয়। সেটা নিয়েও তন্ময় তাকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে। নিহারের বয়স, বিয়ে ইত্যাদি বিষয় নিয়ে অশ্লীল কথা বলত তন্ময়। তাকে শিক্ষা দেওয়ার জন্য নিহার খুনের পরিকল্পনা করে।’

পুলিশ জানায়, সোমবার দুপুরে তন্ময়সহ তিন কর্মকর্তা ভাত খাওয়ার জন্য বাসায় যান। দু’জন ভাত খেয়ে বেরিয়ে যাওয়ার পর পরিকল্পনা অনুযায়ী নিহার রান্নাঘর থেকে ছোরা এনে তার বুকের বাম পাশে ও পেটে আঘাত করে। তন্ময় বাধা দেওয়ার চেষ্টা করলেও নিহারের শক্তির কাছে হার মানে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

খুন টপ নিউজ বাবুর্চি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর