Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসীম ও অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:৪২

অসীম কুমার উকিল ও অপু উকিল, ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আর অসীম কুমার ও অপু উকিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান।

এর আগে নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার ২০২০ সালের মার্চ মাসে এ রিট দায়ের করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, এ মামলার রিটকারী হলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে একের পর এক আবেদন করেছেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এমনকি বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন।

কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসিম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে করা দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট আবেদনটি জনস্বার্থে করা হয়নি বিধায় তা সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/এনএস

অপু উকিল অসীম কুমার উকিল আওয়ামী লীগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর