Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া বীর মুক্তিযোদ্ধাকে দাফনের তদন্ত চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৯:৫৩

ঢাকা: কিশোরগঞ্জের বাজিতপুরের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফনের ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব, কিশোরগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি (শুক্রবার) রাতে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার দক্ষিণ রাবারকান্দির বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব শিকদার মারা যান। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার পর পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এজন্য মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দিতে পারেননি। পরে ২৯ জানুয়ারি (শনিবার) বিকেল ৩ টার দিকে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে।

পরে আজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

টপ নিউজ বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর