Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপিংমল, এয়ারপোর্ট, বাস-রেল স্টেশনে নামাজের স্থান সংরক্ষণে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:১৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৯:৫৩

ঢাকা: দেশের সব শপিংমল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, নৌ-বন্দর ও রেলওয়ে স্টেশনে নামাজের স্থান কেন সংরক্ষণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অন্য ধর্মের জন্যও প্রার্থনার স্থান কেন সংরক্ষণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, ধর্ম সচিব, নৌ-পরিবহন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সেলিম আজাদ।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল জানান, পাবলিক জায়গাগুলোতে যেন মানুষ সময়মত শান্তিপূর্ণভাবে প্রার্থনা করতে পারে এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে আদালত শপিংমল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, নৌ-বন্দর ও রেলওয়ে স্টেশনে নামাজের স্থান সংরক্ষণে রুল জারি করেছেন। একইসঙ্গে অন্য ধর্মের জন্যও প্রার্থনার স্থান কেন সংরক্ষণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ নামাজের স্থান হাইকোর্ট হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

নায়ক রাজের জন্মদিন আজ
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২১

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর