Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকা দিতে না পারায় রিসানকে হত্যা, ৩ বন্ধুকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৭:১৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৯:০৮

কিশোর রিসানকে হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন উদ্দিন, ছবি: সারাবাংলা

দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে আলোচিত কিশোর রিসানকে (১৬) ডান পায়ের রগ কেটে এবং জবাই করে হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী স্বাধীন উদ্দিনসহ (১৯) হত্যায় জড়িত আরও দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা নিহত রিসানের বন্ধু।

সোমবার (৩১ জানুয়ারি) ব্যাটালিয়নের সদর দফতরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম। এর আগে গত রোববার (৩০ জানুয়ারি) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে উপজেলার বিভিন্ন জায়গা হতে তাদের গ্রেফতার করে র‌্যাব।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতবার হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের বিল্লাল উদ্দিনের ছেলে স্বাধীন উদ্দিন। সে পেশায় পানের দোকানদার। তবে অপর দু’জন কিশোর বয়সী হওয়ায় তাদের পরিচয় প্রকাশ করেনি র‌্যাব।

এ বিষয়ে সৈয়দ মইদুল ইসলাম জানান, নিহত রিসান ১০ মাস আগে বন্ধু স্বাধীনের থেকে সুদের বিনিময়ে টাকা ধার নেয়। তিন মাস সুদের টাকা নিয়মিত পরিশোধ করলেও, পরে সুদের টাকা দিতে ব্যর্থ হয় কিশোর রিসান। এ নিয়ে তাদের দুজনের মাঝে দ্বন্দ্ব হয়। এছাড়াও কিশোর রিসান হোটেলে কাজ করে মায়ের কাছে ২০ হাজার টাকা জমা করেছিল। যা স্বাধীন কোনোভাবে জেনে যায়। এর জের ধরে গত ২৭ তারিখ স্বাধীন তার আরও দুই সহযোগীকে নিয়ে রিসানকে হত্যার পরিকল্পনা করে।

তিনি আরও জানান, ওই পরিকল্পনা অনুযায়ী ২৮ তারিখ রাত ১০টায় স্বাধীন তার অপর দুই সহযোগীর মাধ্যমে রিসানকে রানীগঞ্জ গোহাটির পেছনে সাপ্তাহিক খাবারের হোটেলে নিয়ে যায়। এরপর স্বাধীন তার পানের দোকান বন্ধ করে ওই হোটেলে যায় এবং পাওয়া টাকা ফেরত চাওয়ার এক পর্যায়ে নিজের কাছে থাকা একটি চাকু দিয়ে রিসানের গলা কেটে দেয়। পরে অপর আরেক কিশোর তার নিজের কাছে থাকা আরেকটি চাকু দিয়ে রিসানের পায়ের রগ কেটে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি দুপুরে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটির পেছনে একটি হোটেলের ভেতর থেকে কিশোর রিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন নিহত রিসানের মা বাদি হয়ে ঘোড়াঘাট থানায় অজ্ঞাত কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে। নিহত রিসান রানীগঞ্জ আলহেরা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি একটি হোটেলে কাজ করত।

সারাবাংলা/এনএস

টপ নিউজ দিনাজপুর রিসানকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর