Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ১৩:০১

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩-২০২৪-এর জন্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

রোববার (৩০ জানুয়ারি) রাতে গুলশান দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী বাছাইয়ে ভোট গ্রহণ হয়। প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম নির্বাচিত হন। রাত সাড়ে ১১টার পর তাদের নাম ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনপ্রবাসী তারেক রহমান।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা টিমের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সারাবাংলাকে এ সব তথ্য জানান।

অন্যান্য পদে সমর্থিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান শায়রুল কবির খান।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ ঢাকা আইনজীবী সমিতি বিএনপি’র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর