শীত কমার আভাস
৩১ জানুয়ারি ২০২২ ১১:২৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৪:১৮
গত কয়েকদিন ধরে চলা শীতের দাপট কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দেশে চলমান শৈত্যপ্রবাহও খানিকটা প্রশমিত হবে, অব্যাহত থাকবে বেশকিছু এলাকায়। সপ্তাহের শেষ দিকে মিলতে পারে মধ্যমাঘের বৃষ্টি।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি ও সর্বোচ্চ বরিশালের খেপুপাড়ায় ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়াবিদরা সারাবাংলাকে জানিয়েছেন, আগামীকাল ও পরশু থেকেই তাপমাত্রার পারদ উপরে উঠতে শুরু করবে। শীতের দাপট কমে আসবে অনেকটাই।
আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা মাঝারি ধরনে কুয়াশা পড়তে পারে।
এছাড়াও টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেণী, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল এবং ভোলা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর এবং রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়, এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।
সারাবাংলা/এএম