১৪ বছর পর ভোট দিলেন মুরাদনগরের মোশাররফ
৩১ জানুয়ারি ২০২২ ১১:০৭
নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আবেগ আপ্লুত মো. মোশাররফ।
তিনি বলেন, ‘১৪ বছর পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট পারলাম। গত ১৪ বছরে কোনো ভোট দিতে পারিনি।’ তবে এবার ইভিএমে ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এই ভোটার।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রানীমুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি সারাবাংলাকে তার অনুভূতি প্রকাশ করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় তিনি প্রথমবাবের মতো ইভিএমে ভোট দেন। তিনি বলেন, ‘ইভিএমে একজনের ভোট অন্যজন দিতে পারে না। আমি গত ১৪ বছরে কোনো ভোট দিতে পারিনি। ভোট দিতে গিয়ে শুনি আমার ভোট দেওয়া হয়েছে। কখনও ভোট দিতে পারিনি আমি।’
মোশাররফ বলেন, ‘২০০৮ সালে ভোট দিতে পেরেছিলাম। এরপর আর ভোট দিতে পারিনি। প্রতিবারই কেন্দ্রে গেলে বলে দেওয়া হয়েছে, আপনার ভোট হয়ে গেছে। কষ্ট করে আর ভোট দিতে হবে না।’
‘এবার নিজের ভোট নিজ হাতে পছন্দের প্রার্থীকে দিতে পেরে অনেক খুশি লাগছে। ভালো লাগছে’ উল্লেখ করেন মোশাররফ।
অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আল-আমিন সারাবাংলাকে বলেন, ‘ঘোড়াঘাট নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তবে ইভিএমে ভোট হওয়ার কারণে অনেকের হাতের আঙুলের ছাপ মিলছে না। ফলে ভোট দিতে একটু দেরি হচ্ছে।’
সারাবাংলা/জিএস/একে