Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২২ ০৯:৪৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১২:৪৭

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় দুর্বৃত্তের গুলিতে শাকিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিপাহীবাগ ভূঁইয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ শাকিলকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিপাহীবাগ ভূঁইয়া পাড়া এলাকায় শাকিলের একটি চায়ের দোকান আছে। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে গুলি করেছে। আহত ব্যক্তি এ ব্যাপারে আর কিছুই বলতে পারে না।

আহত শাকিলের দুই পায়ে গুলির চিহ্ন আছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, খিলগাঁও ভূঁইয়া পাড়া মিনার মসজিদের সামনে একটা গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবংলা/এসএসআর/এএম

টপ নিউজ দুর্বৃত্ত রাজধানী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর