Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২৩:৪৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০০:১৬

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা সংকটাপন্ন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জারচর ইউনিয়নের মির্জারচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া (২৭)। তিনি মির্জারচর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ব্যক্তি হলেন নুরুল হক (২০)। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সাধন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

সংঘর্ষ ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। তিনি জানান, এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জেরে আশরাফুল হকের সমর্থকরা দুই মাস ধরে এলাকার বাইরে অবস্থান করছিলেন। রোববার সকালে তারা এলাকায় প্রবেশ করতে চান। এসময় জাকিরের অনুসারীরা বাধা দেন। একপর্যায়ে তারা পিছু হটে পার্শ্ববর্তী ইউনিয়ন মির্জারচরে পালিয়ে যান। সেখানে আশরাফুল হকের সমর্থকরা স্থানীয়দের নিয়ে হামলা করেন। এসময় দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

সংঘর্ষে রুবেল মিয়া নামের ওই তরুণের মৃত্যু হয়। দুই পক্ষের অন্তত আট জন আহত হন। নিহত রুবেল কার সমর্থক এবং কোন অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে আহত ব্যক্তিদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত রুবেলের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছি আমরা। আরও সাত থেকে আট জন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/টিআর

২ পক্ষের সংঘর্ষ নরসিংদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর