Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাই পরীক্ষা করে না, করোনা আক্রান্তের সংখ্যা আরও বেশি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২০:৩৬ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২৩:৩৩

ঢাকা: দেশে প্রতিদিন যে পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন, প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশে বর্তমানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিন এখন ১০-১৫ হাজার করে আক্রান্ত হচ্ছে। আক্রান্তের হার বেড়েছে ১৫ থেকে ২০ গুণ। আমার ধারণা, আমাদের দেশে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি। কারণ সবাই পরীক্ষা করে না।

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ওমিক্রনকে মৃদু বলে উড়িয়ে দেওয়া যাবে না। দেশে ওমিক্রন ঊর্ধ্বমুখী, প্রতিদিন এখন ১০-১৫ হাজার আক্রান্ত হচ্ছে। আক্রান্তের হার যেহেতু বেড়েছে, মৃত্যুর হারও বাড়বে। এরই মধ্যে মৃত্যুর হার ৪ গুণ বেড়েছে। লাগাম টেনে না ধরলে সামনে আরও বাড়বে। তাই আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।

মন্ত্রী আরও বলেন, ওমিক্রন আসার পর থেকে হাসপাতালে রোগী বাড়ছে। সামনে আরও বেশি রোগী ভর্তি হতে পারে। তবে আমাদের মৃত্যুহার এখনো অনেক কম। কারণ আমরা ভ্যাকসিন দিচ্ছি। আমাদের দেশে হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি, কারণ সবাই পরীক্ষা করে না।

স্বাস্থ্যবিধি না মেনে জনগণের বেপরোয়া চলাফেরার জন্য করোনা সংক্রমণ বাড়ছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হকসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

এর আগে, ১৩ জানুয়ারি দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি থেকে আরও পাঁচটি বিধিনিষেধ জারি করা হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। তবে সেসব বিধিনিষেধ সব জায়গায় পালনের খুব একটা নজির দেখা যাচ্ছে না।

এদিকে, দেশে করোনাভাইরাসের সংক্রমণও ব্যাপক হারে বাড়ছে। গত ৫ জানুয়ারি পর্যন্ত যেখানে দৈনিক সংক্রমণ হাজারের নিচে ছিল, সেখানে গত এক সপ্তাহ ধরেই সংক্রমণ ১০ হাজারের বেশি মিলছে। এর মধ্যে একদিনে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ হাজার ৩৩ জনের শরীরে করোনা সংক্রমণও পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও একদিনে ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড গড়েছে।

সারাবাংলা/এসবি/টিআর

করোনা পরিস্থিতি করোনা সংক্রমণ নমুনা পরীক্ষা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর