Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিক্ষাপ্রতিষ্ঠান চালু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ২১:০৫

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির কারণে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এরই মাঝে কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। তবে সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চায়। আর তাই করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিজ্ঞাপন

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ মালেক বলেন, ‘করোনা পরিস্থিতি ওপরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নির্ভর করবে। ইউনিসেফের বিষয়টিও আমরা লক্ষ্য করছি। একইসঙ্গে করোনা পরিস্থিতি গভীরভাবে লক্ষ্য করছি। এছাড়া আমাদের আরও সময় হাতে আছে।’

তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সে সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা দেখব, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। করোনা নিয়ন্ত্রণের যে জাতীয় কমিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনা করব, তারা কী সাজেশন দেয় সেটিও আমরা দেখব। সবকিছু বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নেব।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক প্রমুখ।

এর আগে, ১৩ জানুয়ারি দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করে। পরে ২১ জানুয়ারি থেকে পাঁচটি বিধিনিষেধ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

জাহিদ মালেক শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর