Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়পুকুরিয়ার ৬৮ কর্মকর্তা করোনাক্রান্ত, খনির কয়লা উত্তোলন বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২২ ১৮:৪৩ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২১:৫০

ঢাকা: ব্যবস্থাপনা পরিচালকসহ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৬৮ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি থেকে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। যে কারনে খনিতে থাকা শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান, কয়লা খনির মোট ৬৮ জন কর্মকর্তা বর্তমানে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি নিজেও কোভিড-১৯ আক্রান্ত জানিয়ে বলেন, আক্রান্তদের মধ্যে ৩২ জন বাংলাদেশি এবং ৩৬ জন চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছেন। যে কারণে খনি থেকে উত্তোলন সাময়িক বন্ধ রেখে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো অসুবিধা হবে না।

সারাবাংলা/জেআর/একে

কয়লা উত্তোলন করোনাভাইরাস বড়পুকুরিয়া কয়লাখনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর